প্রতিনিধি, ফেনী: ফেনী জেনারেল হাসপাতালের কভিড ইউনিটে গত দুদিনে কভিডে আক্রান্ত ও উপসর্গে ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গত বুধবার ৯ জন ও মঙ্গলবার ১১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পাঁচজন কভিড পজিটিভ ও অন্যরা উপসর্গে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি জানান, নতুন ২০ জনসহ বর্তমানে হাসপাতালের ১৫০ শয্যা কভিড ইউনিটে ১২২ জন চিকিৎসাধীন রয়েছেন। আইসিইউ ও এইচডিইওতে রয়েছেন ২০ জন। ১২২ জনের মধ্যে ৩০ জনের কভিড পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসারত। তাদের মধ্যে ১০৮ জন অক্সিজেন সেবা নিচ্ছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কভিড ইউনিটে ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কভিড পজিটিভ ছিলেন তিনজন।
গত ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের কভিড শনাক্ত হয়েছে বলে জেলা কভিড নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
এখন পর্যন্ত জেলায় মোট কভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৯২ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন সাত হাজার ৭৫০ জন।