শেয়ার বিজ ডেস্ক: আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর। এ অর্থবছরের জন্য যুক্তরাষ্ট্রের নি¤œকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের (২.৫৪ ট্রিলিয়ন পাউন্ড) ডোমেস্টিক বাজেট অনুমোদন দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির কংগ্রের নি¤œকক্ষের স্পিকার নেন্সি পেলোসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২২০-২১২ ভোটে এ বাজেট প্রস্তাব পাস। প্রস্তাবে বিরোধী রিপাবলিকান দলের কোনো আইনপ্রণেতা প্রেসিডেন্ট জো বাইডেনের এ বাজেট প্রস্তাবে ভোট দেননি। খবর: বিবিসি, আল জাজিরা।
রিপাবলিকানদের সমর্থন ছাড়া নি¤œকক্ষে পাস হওয়া বাজেটটি কংগ্রেসের উচ্চ কক্ষেও কোনো বাধা ছাড়াই পাস হবে বলে ধারণা করা হচ্ছে। জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি আশা করছে, এ বাজেট যুক্তরাষ্ট্রের পারিবারিক সহায়তা, স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন পরিকল্পনায় ব্যয় হবে।
যদিও মঙ্গলবার সকালে এ বাজেট প্রস্তাব পাস হওয়ার আগে ডেমোক্র্যাটিক আইনপ্রণেতার প্রগ্রেসিভ (উদারপন্থি) এবং সেন্ট্রিসদের (কেন্দ্রবাদী) মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়। তবে ১০ জন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা বিরোধিতা করলেও শেষ পর্যন্ত নিম্নকক্ষে এটি পাস হয়। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বাইডেনের এক ট্রিলিয়ন অবকাঠামো বিল পাস করতে হবে। এসব অর্থ রাস্তাঘাট, ব্রিজ, বৈদ্যুতিক পাওয়ার পয়েন্ট, গণপরিবহন এবং ইন্টারনেট খাতে ব্যয় করা হবে।
নিম্নকক্ষের স্পিকার ভোটের আগে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বলেছেন, অবকাঠামো বিলসহ বাজেট প্রস্তাব পাসের মাধ্যমে বিল্ডিং বেক বেটার প্ল্যানের পথ সুগম হবে, যা ৫০ বছরের মধ্যে অদৃশ্য আইন প্রগতি তৈরি করবে।
আর ডেমোক্র্যাটের শীর্ষনেতারা আরও যোগ করে বলেন, প্রেসিডেন্ট বাইডেনের আর্থিক পরিকল্পনা এবং অন্যান্য বিল পাসে বিলম্ব হলে, তা হবে অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। কারণ প্রেসিডেন্ট বাইডেনের ডোমেস্টিক প্ল্যান বা দেশীয় পরিকল্পনার উদ্দেশ্যে হলে নতুন কর্মসংস্থান এবং পারিবারিক খরচ হ্রাস। এটা ব্যাপকভাবে ধনী শ্রেণির কর বৃদ্ধিকে উদ্বুদ্ধ করে। গত জুন থেকে নেন্সি পেলোসি বলে আসছেন, অবকাঠামো চুক্তির আগে ৩.৫ ট্রিলিয়ন ডলারের দেশীয় বাজেট পরিকল্পনা এগিয়ে আনতে হবে। তবে, ডেমোক্র্যাটদের উদারপন্থি আইনপ্রণেতরা জানান, অবকাঠামো বিলে তারা সমর্থন করবে না যতক্ষণ না বিলে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্যাকেজের সঙ্গে মিলে যায়। যার তাদের মূল আইনগত অগ্রাধিকার রয়েছে। যেমন- চাইল্ডকেয়ার প্রোগ্রাম এবং ধনীদের কর। কিন্তু কেন্দ্রবাদীরা প্রথমে অবকাঠামো বিলে ভোট দাবি করেন। এমনকি অন্যান্য ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের ভোট দিতে বাধ্য করেন।
এ বিষয়ে সোমবার রাত ডেমোক্র্যাট এই দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। তবে সবশেষে স্পিকার পেলোসি ১ অক্টোবরের মধ্যে উভয় বিল পাস হওয়ার লক্ষ্য নির্ধারণ করেন।