শেয়ার বিজ ডেস্ক: ভেজাল ও দূষিত উপাদানের উপস্থিতি থাকায় জাপানে মডার্নার কভিড টিকা ১৬ লাখ ৩০ হাজার ডোজ স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ স্থগিতাদেশ দিয়েছে। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মডার্নার টিকার একটি ব্যাচে এ ভেজাল বা দূষিত ডোজগুলো পাওয়া গেছে। ওই ব্যাচটিতে প্রায় পাঁচ লাখ ৬৫ হাজার ৪০০ ডোজ ছিল। খবর: বিবিসি, রয়টার্স।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদিও বলা হয়েছে, মডার্নার ডোজে ‘অপরিচিত’ বা অন্য উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে, তবে সেটি কী ধরনের উপাদান সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। তবে তাকেদা ফার্মাসিউটিক্যাল জানিয়েছে, টিকার ডোজে কনা জাতীয় উপাদানের উপস্থিতি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, মডার্না টিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্নার জাপানি ব্যবসায়িক অংশীদার তাকেদা ফার্মাসিউটিক্যালস গত ১৬ আগস্ট প্রথম এ টিকার ডোজে ভেজাল বা দূষণযুক্ত উপাদানের উপস্থিতি সম্পর্কে জানতে পারে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, যে ব্যাচটিতে এ ভেজাল টিকার ডোজগুলো পাওয়া গেছে, সেটি জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় টিকাদান কর্মসূচিতে ব্যবহারের জন্য ৬ আগস্ট নিয়ে যাওয়া হয়েছিল। তবে ওইদিন থেকে ১৬ আগস্ট- মোট ১০ দিনে সেই ব্যাচ থেকে কী পরিমাণ ডোজ টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে, তা জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে, এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, জাপানে ভেজাল টিকার ডোজ পাওয়ার ঘটনাটি কোম্পানি কর্তৃপক্ষ অবগত হয়েছে এবং এ ব্যাপারে কোম্পানি নিজস্ব তদন্তের পাশাপাশি জাপানের সরকারকে সার্বিক সযোগিতা করতে প্রস্তুত।
‘জাপানে কিছু টিকার ডোজে ভেজাল পাওয়ার ঘটনা সম্পর্কে মডার্না অবগত হয়েছে। কোম্পানি এ ব্যাপারে নিজস্ব উদ্যোগে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জাপানের সরকার ও তাকেদা ফার্মাসিউটিক্যাল যদি এ সম্পর্কিত কোনো তদন্ত শুরু করে, তাতেও কোম্পানি সহযোগিতা করতে প্রস্তুত আছে।’