বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেম-সম্পর্কিত একটি চুক্তি গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদ ও মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মু. মাহমুদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
