সোনার বাংলা ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ প্লাস’ ও ‘এসটি-১’

নিজস্ব প্রতিবেদক: ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) প্রকাশ করেছে বিমা খাতের প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটি তার ঋণমান হাতে পাওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তা স্টেকহোল্ডারদের জন্য প্রকাশ করে।

জানা গেছে, বিমা খাতের কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’ এবং স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-১’। আর এ রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং সংস্থা আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। মূলত, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, এবং ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর তিন দশমিক ২৭ শতাংশ বা দুই টাকা ৭০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। যার সমাপনী দরও ছিল একই। এদিন কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ৮৩ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৬ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়। দিনজুড়ে কোম্পানিটির মোট তিন লাখ ৫২ হাজার ৭১৩টি শেয়ার মোট ৭৯৫ বার হাতবদল হয়। যার বাজারদর তিন কোটি এক লাখ টাকা।

‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০ কোটি চার লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৩২ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানিটির মোট চার কোটি ৪১ হাজার ৪৪৫টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩৬ দশমিক ৭৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৯ দশমিক শূন্য দুই শতাংশ এবং ৫৪ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৬ পয়সা।