বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

স্বয়ংক্রিয় চালান পদ্ধতিতে সরকারের পক্ষে ট্রেজারি চালানের অর্থ জমা নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গত সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন ও স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুননাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের সিআইটিও সুফী তোফায়েল আহমেদ ও ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. আলী রেজাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি