ছয় ঘণ্টায় লোকসান ৬০০ কোটি ডলার

শেয়ার বিজ ডেস্ক: সার্ভার ডাউন হওয়ার প্রায় ছয় ঘণ্টা পরে সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিভ্রাটের কবলে পড়ায় ছয় ঘণ্টায় পুঁজিবাজারে এ কোম্পানির দরপতনে মার্ক জাকারবার্গের সম্পদের অর্থমূল্য কমে গেছে ৬০০ কোটি ডলার। সোশাল মিডিয়া কোম্পানির শেয়ারের দরপতনের কারণে বিশ্বের ধনী ব্যক্তির তালিকাতেও এক ধাপ নিচে নেমে গেছেন জাকারবার্গ। খবর: বø–মবার্গ।

বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিভ্রাটের কবলে পড়ে ফেসবুক। গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে এক টুইট বার্তায় সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ। এ কোম্পানির মালিকানাধীন ইনস্ট্রাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারসহ অন্যান্য সেবাও বন্ধ হয়ে যায়। এসব সেব চালু করতে লেগে যায় ছয় ঘণ্টা। এ সময়ে পুঁজিবাজারে ফেসবুক ইনকরপোরেশনের শেয়ারের দাম চার দশমিক ৯ শতাংশ কমে যায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত নভেম্বরের পর এক দিনে ফেসবুকের শেয়ারের দরপতনের সবচেয়ে বড় ঘটনা এটি।

এ দরপতনের কারণে জাকারবার্গের সম্পদের অর্থমূল্য কমে দাঁড়িয়েছে ১২ হাজার ১৬০ কোটি ডলারে। ফলে বøুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সে এক ধাপ নিচে নেমে জাকারবার্গের অবস্থান এখন বিল গেটসের পর পাঁচ নম্বরে। কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৪ হাজার কোটি ডলার থেকে কমে জাকারবার্গের সম্পদের পরিমাণ বর্তমান অবস্থানে নেমে এসেছে।

সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেনের বিস্ফোরক অভিযোগের পর ফেসবুকের জন্য এ বিভ্রাট ছিল দ্বিতীয় ধাক্কা। হাউগেন রোববার অভিযোগ করেন, বিদ্বেষ ছড়ানো আর ভুয়া তথ্য মোকাবিলার চেয়ে মুনাফার দিকটাই দেখেছে ফেসবুক।

হাউগেনের হাত দিয়ে ফাঁস হওয়া ফেসবুকের অভ্যন্তরীণ নথির কারণে ব্যাপক সমালোচনার পাশাপাশি মার্কিন সিনেটের তদন্তের মুখে পড়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবারই এসব বিষয়ে তার মার্কিন সিনেটে সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।

ফেসবুকের বিভ্রাটে এক টুইট বার্তায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। টেক জায়ান্টটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার বলেন, ফেসবুকের শতভাগ পরিষেবা পেতে আরও কিছু সময় লাগতে পারে।