তালেবানের সঙ্গে ব্রিটিশ কূটনীতিকের বৈঠক

শেয়ার বিজ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর শীর্ষস্থানীয় এক কূটনীতিক। স্থানীয় সময় গত মঙ্গলবার এ বৈঠক হয়। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর এ প্রথম কাবুলে তালেবান নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের কোনো শীর্ষস্থানীয় কূটনীতিক আলোচনায় বসলেন। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তালেবান জোর তৎপরতা চালাচ্ছে। খবর এএফপি, রয়টার্স।

আফগানিস্তানবিষয়ক যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি সিমন গাস কাবুলে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছে তালেবান। টুইটারে প্রকাশিত এ ছবিতে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার ও আবদুল সালাম হানাফির সঙ্গে সিমনকে বৈঠক করতে দেখা যায়। বৈঠকের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদ মোকাবিলা ও মানবিক সংকট সামাল দিতে যুক্তরাজ্য কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি যারা আফগানিস্তান ত্যাগ করতে ইচ্ছুক, তাদের সেই সুযোগ দেয়ার বিষয়ে কথা হয়েছে।

বৈঠক নিয়ে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি বলেন, দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

কাবুলে পাসপোর্ট অফিসে শত শত আফগান: নাগরিকদের পাসপোর্ট দিতে চলতি সপ্তাহ থেকে ফের অফিস খুলছেÑএমন খবর ছড়িয়ে পড়ার এক দিন পর কাবুলের পাসপোর্ট অফিসে দেখা গেছে শত শত মানুষের ভিড়। গতকাল বুধবার আফগানিস্তানের রাজধানীর পাসপোর্ট অফিসের ভিড় এমন পর্যায়ে পৌঁছায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তালেবান নিরাপত্তারক্ষীদের মাঝে মাঝে লাঠিপেটাও করতে হয়েছে।

আগস্টে আশরাফ গানি সরকারের পতনের পর এ সেবা বন্ধ হয়ে গিয়েছিল, যে কারণে দেশ ছাড়তে মরিয়া অনেক আফগান আটকাও পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাসপোর্ট সরবরাহ শনিবার থেকে শুরু হবে এবং প্রথমদিকে শুধু আগে আবেদন করা ব্যক্তিদেরই পাসপোর্ট দেয়া হবে কর্তৃপক্ষ এমনটা বলার পরও গতকাল পাসপোর্ট অফিসে কয়েকশ’ আফগান এসে হাজির হয়।