ওয়ালটন রেফ্রিজারেটরের স্মার্ট ভিডিও কনটেস্ট ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ প্রতিযোগিতার সিজন টু শুরুর ঘোষণা দিয়েছে ওয়ালটন। গতকাল রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামে এ ঘোষণা দেয়া হয়। সিজন-২ এ বিচারক প্যানেলে আছেন অভিনেত্রী কুসুম শিকদার, ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম ও হেড অব ব্র্যান্ড ম্যানেজমেন্ট আমিন খান। ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
