ঠাকুরগাঁওয়ে কভিডে মৃত্যু ১

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় কভিডে মৃত্যুর বহরে যোগ হলেন আরও একজন। একই সময় আক্রান্ত হয়েছেন তিনজন।

গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন  মাহফুজার রহমান সরকার।

মৃত ব্যক্তি সদর উপজেলায় ৫০ বছর বয়সী একজন নারী। তাকে নিয়ে এ পর্যন্ত জেলায় কভিডে মোট ২৩৮ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের নমুনা পরীক্ষার পর জেলায় নতুন করে আরও তিনজন কভিড সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় দুই ও বালিয়াডাঙ্গী উপজেলায় একজন শনাক্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত মোট সাত হাজার ৫৩৭ জন কভিডে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২ জন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন সাত হাজার ২১৮ জন।

এদিকে কভিড পরিস্থিতি বিবেচনায় জেলাবাসীকে সাবধানতা অবলম্বনসহ সরকারি নির্দেশনা ও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন।