সাদার্নে পরিচ্ছন্নতা কর্মসূচি

শেয়ার বিজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ডেঙ্গু সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সাদার্ন ইউনিভার্সিটি।

সম্প্রতি কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ১৩ বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) ব্যাটেলিয়নের সাদার্ন ইউনিভার্সিটি প্লাটুনের উদ্যোগে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে নানা কর্মসূচির উদ্বোধন করেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান।

১৩ বিএনসিসি ব্যাটেলিয়নের কমান্ডার ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা ও প্লাটুন পিইউও আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, নানা বিভাগের শিক্ষক, কর্মকতারাসহ শিক্ষার্থীরা।

সামাজিক সচেতনতামূলক এসব কার্যক্রমে সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন ইউনিভার্সিটির বিএনসিসি ক্যাডেটসহ নানা বিভাগের স্বেচ্ছাসেবকরা।