শেয়ার বিজ ডেস্ক: ভারতজুড়ে সেভেন-ইলেভেন এর চেইনশপ চালু করতে যাচ্ছেন এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক সেভেন ইলেভেন বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা চেইনশপ।
শনিবার ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত মুম্বাইয়ে চেইন শপটির প্রথম শাখার উদ্বোধন হবে বলে জানিয়েছে আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বিশ্বের ১৮টি দেশ জুড়ে ৭৭ হাজার আউটলেট রয়েছে টেক্সাস ভিত্তিক সেভেন ইলেভেনের।
এর আগে ভারতে এই চেইন শপটি চালুর ব্যাপারে চুক্তি করেছিলো দেশটির খুচরা বাজারে রিলায়েন্সের প্রতিদ্বন্দ্বী ফিউচার গ্রুপ। কিন্তু শর্ত পূরণ করতে না পারায় চলতি মাসের শুরুতে তাদের সাথে চুক্তি বাতিল করে সেভেন ইলেভেন।
এ ব্যাপারে সেভেন ইলেভেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জো ডি পিন্টো বলেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম (জনসংখ্যার ভিত্তিতে) রাষ্ট্র এবং অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। তাই বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে ভারতে ব্যবসা শুরুর এটাই আদর্শ সময়।
নির্ধারিত সময়ের মধ্যে ভারতে ব্যবসা চালু এবং ফ্রাঞ্চাইজি ফি প্রদানে ব্যর্থতার কথা জানিয়ে চলতি মাসের শুরুতে ফিউচার গ্রুপের সাথে চুক্তি বাতিল করে সেভেন ইলেভেন। ফিউচার গ্রুপের সাথে ২০১৯ সালে চুক্তি করেছিলো সেভেন ইলেভেন।
সেভেন ইলেভেনের সাথে চুক্তির ব্যাপারে বৃহস্পতিবার এক বিবৃতিতে রিলায়েন্স রিটেইল ভেনচার জানায়, খুব শিগগিরই পুরো মুম্বাইজুড়ে গুরুত্বপূর্ণ আবাসিক এবং বাণিজ্যিক এলাকায় তারা চেনশপটির শাখা প্রতিষ্ঠা করবে।
বার্ষিক ২১ বিলিয়ন ডলার টার্নওভারের আম্বানির মালিকানাধীন রিলায়েন্স রিটেইল ভেনচার ভারতের সবচেয়ে বড় এবং রাজস্ব আয়কারী খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান।
এর মালিক এশিয়ার শীর্ষ ধনী এবং ভারতের শীর্ষ বাণিজ্যিক গোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুকেশ আম্বানী। তেল, গ্যাস, টেলিকম ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতে তার ব্যবসা রয়েছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৯৯ বিলিয়ন ডলার।