ক্যারিবীয় রাষ্ট্র হাইতিতে অপহরণের শিকার হয়েছেন ১৭ খ্রিস্টান মিশনারী ও তাদের পরিবারের সদস্য। অপহৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও আছে বলে জানা গেছে।
শনিবার এই অপহরণের ঘটনা ঘটে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে দেশটির গণমাধ্যম। হাইতির একটি এতিমখানা থেকে যাওয়ার সময় রাস্তায় তাদের অপহরণ করা হয়। নাগরিকদের অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
অপহৃতদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে হাইতির পুলিশ।
গ্যাং ভায়োলেন্স, প্রাকৃতিক বিপরর্যয়, ও রাজনৈতিক অস্থিতিশীলতায় দীর্ঘদিন ধরেই ভুগছে আমেরিকা মহাদেশের সবচেয়ে গরিব এই রাষ্ট্রটি। অর্থনৈতিক দুরাবস্থার কারণে দেশটিতে বেড়েছে অপরাধমূলক কার্যক্রম। যার নিয়ন্ত্রক বিভিন্ন সশস্ত্র গ্যাং। এই গ্যাংগুলোর সদস্যরা নিয়মিতই দেশি বিদেশি নাগরিকদের অপহরণ করে তাদের থেকে মুক্তিপণ দাবি করে থাকে।
গত মাসেও হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এক যাজককে তার চার্চের সামনে হত্যা করে তার স্ত্রীকে অপহরণ করা হয়।
২০২১ সালের প্রথম আট মাসে হাইতির পুলিশের কাছে ৩২৮টি অপহরণের অভিযোগ এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ।
গত জুলাই মাসে হাইতির প্রেসিডেন্ট জোভেন মোসকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে দেশটিতে আরও বেড়েছে রাজনৈতিক সহিংসতা। পাশাপাশি গত আগস্ট মাসে এক ভূমিকম্পে মারা যায় ২ হাজার লোক। গৃহহারা হয় হাজার হাজার মানুষ।