এমটিবি ও ডোরিন ডেভেলপমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ডোরিন ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে সম্প্রতি এমটিবির প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং ডোরিন ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী সাব্বির হোসেন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডোরিন ডেভেলপমেন্টের ব্যবস্থাপক কামরুন নাহার কনা ও হেড অব সেলস মো. খাইরুল বাশার পবন এবং এমটিবির হেড অব বিজনেস মো. তৌফিকুল আলম চৌধুরী ও হেড অব কমিউনিকেশন্স আজম খান। বিজ্ঞপ্তি