প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে কম্বল দিল স্ট্যান্ডার্ড ব্যাংক

শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে ৭৫ হাজার কম্বল দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে কম্বল গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস কম্বল গ্রহণ করেন। প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বিজ্ঞপ্তি