অগ্রণী ব্যাংকে ডকুমেন্ট পরীক্ষণ ব্যবস্থা উদ্বোধন

অগ্রণী ব্যাংক লিমিটেডে গত মঙ্গলবার ডকুমেন্ট পরীক্ষণ ব্যবস্থা (ডিভিএস) উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলামসহ অন্য নির্বাহীরা। ডিভিএস উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক এবং অন্য নির্বাহী ও কর্মকর্তারা।