মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও এডি শাখাগুলোর ২১৮ জন কর্মকর্তা অংশ নেন। ব্যাংকের ক্যামেলকো শামীম আহম্মদ কোর্সটি উদ্বোধন করেন। নিজের বক্তব্যে তিনি বাংলাদেশ ব্যাংকে সঠিক অনলাইন রিপোর্টিংয়ের ক্ষেত্রে আরও বেশি সচেষ্ট হতে প্রশিক্ষণার্থীদের নির্দেশ দেন। সুইফট অপারেশনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে সর্বাত্মক সতর্কতা অবলম্বনেরও নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। বিজ্ঞপ্তি
