ময়মনসিংহে সড়কে বৃদ্ধ নিহত

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বিকল ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলটির চালক ও আরেক আরোহী আহত হয়েছেন।

নিহত আব্বাস আলীর বয়স প্রায় ৭০। তার বাড়ি উপজেলার সরচাপুর গ্রামে। আহতরা হলেন মোটরসাইকেল চালক আন্নাস আলী ও যাত্রী রুহুল মুন্সি। তারাও সরচাপুর গ্রামের বাসিন্দা। উপজেলার বড়বিলা নামক স্থানে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সত্তর বছর বয়সী নিহত আব্বাস আলী উপজেলার সরচাপুর গ্রামের মৃত আব্দুস সোবহান তালুকদারের ছেলে। আহতরা একই গ্রামের ষাটোর্ধ্ব বয়সী রুহুল মুন্সি ও সাতাশ বছর বয়সী আন্নাস আলী। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমরান আল হোসাইন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, হালুয়াঘাট পৌরশহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন একই গ্রামের তিনজন। অন্ধকার ও ঘন কুয়াশার কারণে চালক ঠিকমতো দেখতে পারেননি বলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলে আব্বাস আলীর মৃত্যু হয়। অন্য দুজনকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।