যশোরে বেড়েছে চালের দাম ৫০ টাকার নিচে নেই সবজি

প্রতিনিধি, যশোর: যশোরের বাজারে আবার বেড়েছে সরু চালের দাম। আমনের মৌসুমের এ সময় চালের দাম বৃদ্ধির বিষয়টি মেনে নিতে পারছেন না ক্রেতারা। সরকারের নজরদারির অভাবে হাট-বাজারে ধান-চালের নিয়ন্ত্রণ ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে চলে গেছে বলে সাধারণ ক্রেতাদের অভিযোগ। তবে ব্যবসায়ীরা বলছেন, হাটে ধানের দাম বেশি। এ কারণে ভরা মৌসুমেও দাম কিছুটা বাড়তি।

এদিকে ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কিছু সবজি ৫০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কিছুটা কম, আগামী সপ্তাহ থেকে বাজার কিছুটা সহনীয় হতে পারে।

গতকাল যশোরের বড়বাজার চাল বাজারে সরু চালের দাম প্রতি কেজিতে আর দুই টাকা বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে। এর আগে গত সপ্তাহেও সরু চালের দাম দুই টাকা বেড়েছিল। গতকাল মিনিকেট ৫৬ টাকা দরে বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে ছিল ৫৪ টাকা। আর তার আগের সপ্তাহে ছিল ৫২ টাকা। বাংলামতি বিক্রি হয়েছে ৬৪ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৬২ টাকা। আর তার আগের সপ্তাহে ছিল ৬০ টাকা। কাজললতা বিক্রি হয়েছে ৫২ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। তবে মোটা চালের দাম এ সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে। স্বর্ণা বিক্রি হয়েছে ৪২ থেকে ৪৩ টাকায়।

চালের দাম বাড়ার বিষয়ে যশোর চাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুশীল কুমার বিশ্বাস জানান, হাটে বর্তমানে প্রতি মণ ধান এক হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে, তাছাড়া সরকার ধান-চাল কেনা শুরু করেছে। এ কারণে ভরা মৌসুমেও বাজারে চালের দাম কমার পরিবর্তে বাড়ছে।

গতকাল ছুটির দিন সপ্তাহিক বাজার করতে আসা চাকরিজীবী আব্দুল মতিন বলেন, এখন আমন মৌসুম চলছে, বাজারে চালের দাম কম হওয়ার কথা, অথচ প্রতিনিয়ত উল্টো চালের দাম বাড়ছে। তিনি হাট-বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই বলে দাবি করে আরও বলেন, ধান-চালের বাজার এখন নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট।

এদিকে যশোর বড়বাজারে কোনো সবজি ৫০ টাকার নিচে মিলছে না। গতকাল গাজর প্রতি কেজি ১৩০ টাকা, টমেটো ১০০, বরবটি ৮০, ফুলকপি ৬০, বেগুন ৬০, শিম ৫০, শসা ৫০ ও ঢেঁড়স ৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। খুচরা সবজি বিক্রেতা আল-আমিন জানিয়েছেন, পাইকারি বাজারে সবজির দাম বেশি। সম্প্রতি বৃষ্টির কারণে কৃষকের সবজি ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। যশোর এইচএমএম রোডে আড়তদারি প্রতিষ্ঠান ‘আরিফ ভাণ্ডার’-এর অন্যতম স্বত্বাধিকারী শাহাবুদ্দিন মাতুব্বর জানিয়েছেন, কৃষকের লাগানো নতুন সবজি আগামী সপ্তাহে বাজারে চলে আসবে। তিনি আশা করেন, সামনের সপ্তাহে সবজির দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।