প্রতিনিধি, ভোলা: ভোলায় মেঘনা নদীতে একটি বলগেট (জাহাজ) থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ২৪ হাজার ৫২৬ পিস বিদেশি শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, শাল ও ওড়নাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
রোববার দুপুরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলতুলি এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এই মালামাল জব্দ ও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বাগেরহাট জেলার মো. নুর ইসলাম (৩৬), মো. আসাদুজ্জামান (৩৮), মো. রফিকুল ইসলাম (৩০) ও মো. শহীদ (৪০) এবং বরিশালের হিজলা উপজেলার মো. লিটন (৩৬)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের মেঘনা নদীতে বলগেট থেকে এসব মালামাল জব্দ ও ওই পাঁচজনকে আটক করা হয়।
পরে মঙ্গলবার সকালে মামলার পর ভোলা মডেল থানায় আটককৃতদের সহ উদ্ধারকৃত মালামাল হস্তান্তর করা হয়েছে।