বাংলাদেশ থেকে দক্ষ পেশাজীবী, চিকিৎসক নিতে চায় মালদ্বীপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ পেশাজীবী ও চিকিৎসক নিয়োগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম ও মালে নগরীর মধ্যে সরাসরি শিপিং লাইন প্রতিষ্ঠা করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে মালদ্বীপের সফররত ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট তার আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট তিন দিনের সরকারি সফরে গত সোমবার ঢাকায় আসেন।

বৈঠকে ড. মোমেন মালদ্বীপে নানা ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ প্রদান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা করার বিষয়ে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টকে আশ্বাস দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা অধ্যবসায়ী এবং তারা মালদ্বীপের অর্থনীতিতে অবদান রাখছে।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির জন্য সরাসরি শিপিং লাইন প্রতিষ্ঠায় কাজ করতে একমত হয়েছেন।

উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা ও মতামত বিনিময় করেছেন।

তারা দক্ষিণ এশিয়ার দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

মোমেন বলেন, ‘বাংলাদেশ মালদ্বীপকে অত্যন্ত গুরুত্ব দেয়। এই দু’দেশের মধ্যেকার সম্পর্ক অভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং মূল্যবোধের মধ্যে নিহিত।’

ড. মোমেন বাংলাদেশের জনগণের জন্য দুই লাখ ডোজ কভিড-১৯ ভ্যাকসিন উপহার দেয়ায় ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান।

মালদ্বীপের দুজন মন্ত্রী ও পররাষ্ট্র সচিব এ সফরকালে ভাইস প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ড. মোমেনের সঙ্গে ছিলেন।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এ সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং কয়েকজন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।