নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠী ও নটরডেম কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে মতিঝিল-গুলিস্তান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত নাঈম হাসান নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
বিক্ষোভে এই ঘটনার সাথে জড়িত চালকের ফাঁসির দাবি জানিয়েছেন তারা। নটরডেমের কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছেন।
মতিঝিল থানার ডিউটি অফিসার এস আই কলিমউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে। দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করা হয়েছে।’
পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট চালককে আটক করেছি। চালকের নাম রাসেল। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।’
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে কলেজে যাওয়ার পথে গুলিস্তান হল মার্কেটের সামনে নাঈমকে চাপা দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ি। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঈমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। তার মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। নীলক্ষেতে তার বাবা শাহ আলমের একটি বইয়ের দোকান রয়েছে।
বর্তমানে কামরাঙ্গীরচর ২৪৪ ঝাউলাহাটি চৌরাস্তায় নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকত নাঈম হাসান। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।