প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে মাছ ধরতে এসে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (০১ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের কুদ্রত আলীর ছেলে বাদল (২৬) ও একই গ্রামের সুরুজ আলীর ছেলে মানিক (২৫)।
মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে মধুপুরের বাড়ি থেকে বাদল, মানিক, চানু, মজিদ, জিয়া ও আয়নাল মিলে কালিহাতীর ভাবলার বুরবুরা বিলে মাছ ধরার উদ্দেশ্যে আসে। তারা পায়ে হেঁটে বিলের দিকে যাচ্ছিল। এসময় বাদল ও মানিক একটু আগে ছিল। হঠাৎ করে একটি ট্রেন এসে বাদল ও মানিকের ওপর দিয়ে উঠিয়ে দেন। বাকি চারজন আগেই রেললাইন থেকে সরে যায়। এঘটনায় ঘটনাস্থলেই বাদল ও মানিকের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু রেলওয়ে স্টেশনের হেড বুকিং রেজাউল করিম বলেন, রাত সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। বিষয়টি জানার পরপরই রেলওয়ে পুলিশকে জানিয়েছি।’
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা পৌঁছানোর আগেই স্বজনরা তাদের লাশ নিয়ে গেছে।