প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নবনির্মিত লিকুইড অক্সিজেন প্লান্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে হাসপাতাল চত্বরে ফিতা কেটে এ প্লান্ট উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান। পরে এ উপলক্ষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আয়োজনে সিভিল সার্জন অফিস চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড়ের অতিরিক্ত ডিসি (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সিরাজুদ্দৌলা পলিন, পঞ্চগড় হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মো মনসুর আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ সজিব।
ইউনিসেফের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ১০ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন লিকুইড অক্সিজেন প্লান্টটি নির্মাণ করে স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড। এ প্লান্টের মাধ্যেমে হাসপাতালের ১০০ রোগীকে এক সঙ্গে অক্সিজেন দেয়া সম্ভব হবে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।