বাংলাদেশের বিদ্যুতায়নের ইতিহাসে সাত ডিসেম্বর এক স্মরণীয় দিন। ১৯০১ সালের এ দিনে ঢাকার নবাব বাড়ি আহসান মঞ্জিলে প্রথমবারের মতো জ্বলে উঠে বিদ্যুতের বাতি। দিবসটিকে স্মরণ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) উদ্যোগে এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। ডিপিডিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান এবং সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) আব্দুল্লাহ নোমান। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে বিদ্যুতায়নের ইতিহাস ও এর অগ্রগতি বিষয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি
