শীতকালীন ছুটি বাতিল করল ববি

প্রতিনিধি, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের চলমান একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা রক্ষায় ২০২১-২২ শিক্ষাবর্ষের পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। সেশনজট নিরসনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

গতকাল দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৩৭তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কভিড পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের যে ক্ষতি হয়েছিল তা পুষিয়ে নেয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানানো হয়।