ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: এক ভুয়া দুদক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম রিফাত হাসান। দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে ক্লার্ক ও পিয়ন পদে চাকরি দেয়ার নামে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আরিফ সাদেক জানান, সোমবার (গতকাল) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে থেকে দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী শহীদুল ইসলাম বাদী হয়ে রিফাত হাসানকে আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ক্লার্ক ও পিয়ন পদে সহোদর দুই ভাই শহীদুল ইসলাম ও রফিকুল ইসলামকে চাকরি দেয়ার আশ্বাস দেন রিফাত হাসান। দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি প্রতারণার মাধ্যমে ৩০ হাজার টাকা নেন। শুধু তা-ই নয়, প্রতারক রিফাত তাদের কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করেছিলেন।

এজাহার সূত্রে আরও জানা গেছে, প্রতারক রিফাত হাসান বাদীদের মোবাইলে ফোন করে শিল্পকলা একাডেমির গেটে আসতে বলেন। তখন নিরাপত্তাকর্মীসহ দুদকের একটি টিম তাকে চ্যালেঞ্জ করে পরিচয় জানতে চায়। তিনি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিলেও প্রমাণ করতে না পারায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণিত হয় তিনি ভুয়া কর্মকর্তা ও প্রতারক। তার কাছ থেকে ছয়টি সিম কার্ড, কয়েকটি এটিএম কার্ড ও বিভিন্ন কর্মকর্তার নামে ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।