জাবিতে দুর্নীতিবিরোধী শপথ ও বিতর্ক প্রতিযোগিতা

প্রতিনিধি, জাবি: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগী সংগঠন ইয়ুথ এঙ্গেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দুর্নীতি বিরোধী শপথ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটিরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিতর্ক প্রতিযোগিতায় বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটকে পরাজিত করে বিজয়ী হয়েছে মার্কেটিং বিভাগ।

অনুষ্ঠানের এক পর্যায়ে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান ইয়েস গ্রুপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক বশির আহমেদ।

তিনি বলেন, দুর্নীতি হচ্ছে সকল সমস্যার মূল কারণ। আমাদের নৈতিক ও মানসিকভাবে স্বচ্ছতা আনয়নের জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসরীন সুলতানা। তিনি বলেন, আমরা সকলে মিলে দুর্নীতিকে না বলবো এবং সকলের সম্মিলিত শক্তি দিয়ে দুর্নীতির মতো অপশক্তিকে রুখে দিবো। তরুণরা পারে না এমন কিছু নেই, আমার বিশ্বাস ইয়েস গ্রুপের সদস্যরাও দূর্নীতিকে রুখে দিতে পারবে।

ইয়েস গ্রুপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিম লিডার সাদিকুর রহমান বলেন, বর্তমান পৃথিবীতে যে বৈষম্য ও নীতিবিরুদ্ধ কার্যক্রম চলছে তার জন্য দুর্নীতি অধিকাংশে দায়ী। এই চলমান দুর্নীতির বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে আমরা যৌক্তিকভাবে দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে পারবো বলে আশা করি।

এসময় দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর গ্রহণ করা হয়। গণস্বাক্ষর কর্মসূচিতে অধ্যাপক ড. নাসরীন সুলতানা,  অধ্যাপক বশির আহমেদ, মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া সহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।