চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংলাপ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে কভিড-১৯ বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপটির আয়োজন করে সামাজিক সংগঠন লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশন।

চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরস বেলাল হোসেনের সভাপতিত্বে সংলাপে অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

সংলাপে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে হলে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। চেষ্টা করলেই সমস্যার সমাধান করা যাবে।

আলোচনায় অংশ নেন দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ্ আকরাম, ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড মানিক আকবর, জীবননগর উপজেলা লোমোর্চার সভাপতি আব্দুল লতিফ অমল ও দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি হযরত আলী।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। সংলাপপত্র পাঠ করেন প্রভাষক আমিরুল ইসলাম জয়। আরও বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শেফালী খাতুন, সাবেক ইউপি সদস্য সেলিনা খাতুন, মাশরাফি মর্তুজা প্রমুখ।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, ৫০ শয্যার লোকবল নিয়ে ২৫০ শয্যার হাসপাতাল চলছে। আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। কিছু সমস্যা থাকতেই পারে, সেগুলোর সমাধান করা হবে।

সংলাপে লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির জন্য জরিপের মাধ্যমে পাওয়া বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।

দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, সাধ্যের বাইরে যেতে পারব না। আমাদের দেশের ৬০ শতাংশ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতালে যা আছে, সেগুলোকেই যদি কাজে লাগাতে পারি, তাহলে সমস্যার সমাধান করা যাবে।

সংলাপে ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, বিল্ডিং কোনো প্রতিষ্ঠান নয়। প্রতিষ্ঠান হলো ব্যবস্থাপনা। হাসপাতালের প্রতিবন্ধকতা থাকতে পারে, তবে ব্যবস্থাপনা ঠিক থাকলে সমস্যার সমাধান করা যাবে।