নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সৌমিত্র শেখর

প্রতিনিধি, জাককানইবি: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। গতকাল বুধবার ‘বিশ্ববিদ্যালয় আইন ২০০৬’-এর ১০(১) ধারা অনুসারে তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ২০১৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০২১ সালের ১৩ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।