মো. সাইফুল ইসলাম ২০২২ সালের জন্য মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত নতুন বোর্ডের প্রথম সভায় সর্ব সম্মতিক্রমে পরিচালনা পর্ষদের সদস্যরা তাকে নির্বাচিত করেন। গতকাল অনুষ্ঠিত এমসিসিআইয়ের ১১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিষয়টি নিশ্চিত করা হয়।
সাইফুল ইসলাম নেতৃস্থানীয় উদ্যোক্তা এবং ১৯৯৮ সাল থেকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ইসলাম পিকার্ড বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক। ২০০৮-১২ সময়কালে বাংলাদেশ জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) প্রাক্তন সভাপতি সাইফুল ইসলাম ২০২১ সালে অ্যাসোসিয়েশন অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ এবং এমসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া কামরান টি. রহমান ২০২২ সালের জন্য মেট্রোপলিটন চেম্বারের নতুন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। টি রহমান বাংলাদেশের পাট ও চা খাতের একজন নেতৃস্থানীয় উদ্যোক্তা। তিনি পূবালী জুট মিলস লিমিটেড এবং কাপনা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০০৭-০৯ এবং ২০১৭-২১ সালে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি এবং ২০১৩ সালে এমসিসিআইয়ের সহসভাপতি ছিলেন। তিনি ২০০৯-১২, ২০১২-২০১৪ এবং ২০১৪-১৭ মেয়াদে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির সদস্য (মালিক পক্ষ) ছিলেন। একই সময়ে তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্সের আঞ্চলিক ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।
হাবিবুল্লাহ এন. করিম ২০২২ সালের জন্য মেট্রোপলিটন চেম্বারের নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ২০০৮-০৯ এবং ২০০২-০৩ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ছিলেন। তিনি ২০১৯-২১ সালে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডের সাবেক চেয়ারম্যান এবং ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী। এছাড়াও তিনি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকায় নিয়মিত কলাম লেখক।
পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেনÑ সৈয়দ তারেক মো. আলী, মোহাম্মদ নাসের এজাজ বিজয়, তপন চৌধুরী, উজমা চৌধুরী, ড. আরিফ দৌলা, রুবাইয়াত জামিল, নিহাদ কবির, আনিস এ খান, আদিব হোসেন খান, গোলাম মাইনুদ্দিন, হাসান মাহমুদ, সৈয়দ নাসিম মঞ্জুর এবং সিমিন রহমান। বিজ্ঞপ্তি