নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি’র আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় কমিটির সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সভাপতিত্ব করবেন বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি’র আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। পরিচালনা করবেন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব আব্দুল হাই শিকদার।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পাঁচটি বিষয়ে ১৬টি উপ-বিষয় নিয়ে পাঁচ থেকে ১০ বছর, ১০ থেকে ১৮ বছর ও ১৮ থেকে তদূর্ধ্ব বয়সের ছেলেমেয়েরা অংশ নেবে। বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের ইতিহাসের তাৎপর্যপূর্ণ ঘটনা; স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রবক্তাÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯ দফা কর্মসূচি, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে প্রথম মহিলা মুক্তিযোদ্ধা আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন-অবদান-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর স্বরচিত কবিতা, চিত্রাঙ্কন, প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি ও কুইজ।