চিলির প্রেসিডেন্ট হলেন বামপন্থি ছাত্রনেতা বোরিক

শেয়ার বিজ ডেস্ক: চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থি প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক। তিনি ডানপন্থি প্রতিদ্বন্দ্বি প্রার্থী জোসে অ্যান্তোনিও কাস্টকে হারিয়েছেন। খবর: নিউইয়র্ক টাইমস।

ভোট গ্রহণ শেষ হওয়ার দেড় ঘণ্টার মাথায় পরাজয় স্বীকার করে নিয়েছেন কাস্ট। এক টুইটে তিনি গ্যাব্রিয়েল বোরিককে অভিনন্দন জানান। তিনি লেখেন, আজ থেকে তিনি চিলির নির্বাচিত প্রেসিডেন্ট এবং আমাদের শ্রদ্ধা এবং গঠনমূলক সহযোগিতার দাবিদার।

প্রাথমিক ফলে দেখা গেছে ৩৫ বছর বয়সী গ্যাব্রিয়েল বোরিক প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৫ শতাংশ ভোট।

কয়েক দশকের মধ্যে চিলিতে এবারই সবচেয়ে বেশি মেরুকরণের নির্বাচন হয়েছে। বড় আকারের সরকারবিরোধী বিক্ষোভের পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বয়স বিবেচনায় এ নির্বাচনে জিতে তিনি বিশ্বের অন্যতম তরুণ রাজনৈতিক নেতা বনে গেলেন বোরিক।

ছাত্রনেতা হিসেবে বোরিকের বেশ নামডাক রয়েছে। তিনি নির্বাচনী প্রতিশ্রুতিতে চিলির অর্থনৈতিক বৈষম্য নিরসনে বেশ কয়েকটি সংস্কারের কথা উল্লেখ করেছিলেন। এর মধ্যে রয়েছে সংবিধান সংশোধনও। তিনি জেন্ডার সমতা, আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দেন। তার সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবুজ অর্থনীতি গড়ার প্রত্যয় আকৃষ্ট করে ভোটারদের। তার প্রতিদ্বন্দ্বী আইনশৃঙ্খলা, ট্যাক্স কমানো ও সামাজিক ব্যয় বাড়ানোর মতো কর্মসূচির ওপর গুরুত্ব দেন।

রাজনৈতিক দলের বাইরে থেকেই প্রেসিডেন্ট পদে লড়েছেন মূল দুই প্রতিদ্বন্দ্বী। তারা দুজনে কখনও সরকারে ছিলেন না।

বোরিক বলেন, আমি সব চিলিবাসীর প্রেসিডেন্ট হব।

সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সামনের অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমি জানি সামনে বছরগুলোয় আমি সব ধরনের সমস্যা সমাধানে কাজ করব। আমি গণতন্ত্র প্রতিষ্ঠায় পিছপা হবো না। আমি শুনব বেশি, বলব কম। অনৈক্যের পরিবর্তে ঐক্যের কথা বলব। জনগণের প্রতিদিনের চাহিদা পূরণে কাজ করব।