প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে ধলেশ্বরী নদীর তীর থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৮মণ (১১২০কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মুক্তারপুর নৌপুলিশ ফাড়ি ও জেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার বাজার মূল্য প্রায় সাড়ে ৪লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই কাওসার জানান, কিছু অসাধু ব্যবসায়ী বিক্রির উদ্যোশ্যে নদী তীরে জাটকা মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৪টি বাক্সভর্তি জাটকা জব্দ করা হয়। প্রতিটি বাক্সে ২৫ কেজির অধিক পরিমান জাটকা ছিলো। তবে অভিযানের সময় ঘটনাস্থলে মজুদে জড়িত কেউ উপস্থিত ছিলো না, তাই কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরে দুপুর ১টার দিকে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদ ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ করিম উপস্থিত ছিলেন।