নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন কোটি টাকার জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলবাথান মৌজায় ১৪৩ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জমি কিনতে জমি নিবন্ধন এবং অন্যান্য খরচ বাদে তিন কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকা ব্যয় হবে।
এদিকে সম্প্রতি ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা এবং ৩০ জুন ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬৯ পয়সা। আর ওই সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ১৭ টাকা ৬৭ পয়সা। এর আগে ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য সাড়ে ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।