প্রিমাডলার ও মার্চেন্ট বের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশের পোশাকশিল্প কারখানাগুলোর মান বিশ্ববাজারে তুলে ধরার জন্য মার্চেন্ট বে ও প্রিমাডলারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি মার্চেন্ট বের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো নিজেদের ডিজিটাল প্রোফাইলে ‘ফ্যাক্টরি সোশ্যাল স্কোর’ যোগ করতে পারবে, যা আন্তর্জাতিক বায়ারদের বিশ্বাস অর্জনে ব্যাপক সহায়তা করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্চেন্ট বের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার হোসেন সায়েম এবং বাংলাদেশে প্রিমাডলার লিয়াজোঁ অফিসের কান্ট্রি ম্যানেজার মুনাওয়ার উদ্দিন। প্রিমাডলারের গ্রুপ সিইও টিম নিকোল লন্ডন অনলাইনে যুক্ত হন। বিজ্ঞপ্তি