ঠাকুরগাঁওয়ে পাটসংশ্লিষ্ট ও অংশীজনদের উদ্বুদ্ধকরণ সভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেলাপর্যায়ে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের ও স্টেকহোল্ডারদের সঙ্গে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশারফ হোসেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।