যুক্তরাষ্ট্রে এক দিনে বাতিল ২৭০০ ফ্লাইট

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বজুড়ে কভিড-১৯-এর নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বেড়েছে। এর সংক্রমণ ঠেকাতে অনেক দেশ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। ফ্লাইট পরিচালনার ওপরও বিধিনিষেধ আরোপ করেছে। এতে ফ্লাইট বাতিলের ঘটনাও ঘটছে। খবর: সিএনবিসি।

সিএনবিসির প্রতিবেদনে জানা যায়, নতুন বছরের প্রথম দিন যুক্তরাষ্ট্রে দুই হাজার ৭০০ ফ্লাইট বাতিল হয়েছে। কর্মীদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ও প্রতিকূল আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো। শনিবার বিশ্বে ১১ হাজার ৪৩টি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বিলম্বিত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৯৯৩টি যুক্তরাষ্ট্রের ফ্লাইট।

গতকালও এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শিগগির এ সমস্যা সমাধানের কোনো সম্ভাবনা নেই বলে পরিবহন সংস্থাগুলো জানিয়েছে।

যাত্রীসহ উড়োজাহাজের কর্মীদের (পাইলট, ফ্লাইট অ্যাটেনডেন্ট, কেবিন ক্রু প্রভৃতি) এক শহর থেকে আরেক শহরে যেতে হয়। এ সময় ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সবার সুরক্ষা নিশ্চিতে নানা পদক্ষেপ নিতে হয়। এমন পরিস্থিতিতে কখনও কভিড রোগীর সংস্পর্শে আসলে কিংবা মধ্যে

কেউ কভিডে সংক্রমিত হলে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হয়। এয়ারলাইনসগুলো কর্মীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হিমশিম পোহাচ্ছে।

ভ্রমণকারীদের এ দুর্দশার মাঝেই যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হানে প্রবল তুষারপাত। এ কারণে শিকাগো ও-হেয়ার ও মিডওয়ে বিমানবন্দরের এক হাজারের ওপর ফ্লাইট বাতিল করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের এয়ারলাইনস কোম্পানি সাউথওয়েস্টের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। ইউনাইটেড এয়ারলাইনস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনের সংক্রমণ বাড়ায় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজকের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি যাত্রীদের আগেই জানানো হয়েছে যাতে তারা পুনরায় টিকিট বুকিং করতে অথবা জরুরি প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নিতে পারেন।

এবার বড়দিনের কয়েকদিন আগে থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৩ হাজার ৭০০র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখ মানুষ।