আধিপত্য বিস্তার: বগুড়ায় দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ

প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে শহরের মালগ্রাম ডাবতলা মোড়ে গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজন হলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ (২৫) ও তার সহযোগী ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিনহাজ হোসেন আপেল (২৪)। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত কয়েকদিন ধরে মালগ্রাম ডাবতলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও অস্ত্রের মহড়া চলে আসছিল। গত শনিবার বিকেলে রাসেল নামের এক সন্ত্রাসীকে রাম দা নিয়ে ধাওয়া করে। এ সময় রাসেল মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তার মোটরসাইকেলটি জব্দ করে। এ ঘটনার জের ধরে রাসেল ও তার ১৫-২০ জন সহযোগী ডাবতলা মোড়ে মহড়া দেয়। এসময় প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা সেখানে পোঁছলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।এক সময় গোলাগুলির ঘটনা ঘটলে দুইজন গুলিবিদ্ধ হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এরমধ্যে নাজমুল হাসান অরেঞ্জের অবস্থা আশংকাজনক। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, এ ঘটনায় এলাকায় টহল বাড়ানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।