গুজরাটে গ্যাস ট্যাংকার লিকেজ, ৬ জনের মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ট্যাংকার থেকে রাসায়নিক গ্যাস লিকের ঘটনায় কমপক্ষে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অশঙ্কাজসক অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ২০ জন শ্রমিক।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে রাজ্যটির সুরাটে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ ও সুরাটের সিভিল হাসপাতালের ইনচার্জ ওমকার চৌধুরীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার ভোর চারটার দিকে গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের (ডিআইডিসি) সাচিন এলাকায় একটি কোম্পানির রাসায়নিক ভর্তি ট্যাংকার থেকে বর্জ্যপদার্থ বের করে নর্দমায় ফেলার সময় বিপত্তি বাঁধে। ট্যাংকারে জেরি রাসায়নিক ছিল বলে ধারণা করা হচ্ছে। রাসায়নিক গ্যাস বাতাসের সংস্পর্শে আসামাত্রই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় কাছেই একটি চায়ের দোকানে বসে বহু শ্রমিক চা খাচ্ছিলেন। রাসায়নিক গ্যাস লিকেজের পর তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত অসুস্থদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান ছয় জন। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা চলছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে সুরাট পুলিশ। দুর্ঘটনার পর থেকে রাসায়নিক ভর্তি ওই ট্যাংকারের চালক পলাতক রয়েছেন। তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

সংবাদমাধ্যমগুলো বলছে, বাদোদারা থেকে একটি ট্যাংকারে করে রাসায়নিক নিয়ে সুরাটে গিয়েছিলেন ওই চালক। তদন্তকারীদের ধারণা, বৃহস্পতিবার ভোরে অবৈধভাবে ডিআউডিসির নর্দমায় রাসায়নিক বর্জ্য ফেলছিলেন তিনি। আর সেই ঘটনার জেরেই একপর্যায়ে ওই দুর্ঘটনা ঘটে।