বিআরটিসি বাসের সাথে সিএনজির সংঘর্ষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের ৪ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কের কালিয়াচৌ এলাকায় ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৪৮), স্ত্রী পারুল বেগম (৩৮), শাশুড়ি গোলাপ নাহার (৬২) ও মেয়ে জান্নাত (১)।

নিহতরা ফেনিতে বাহারের চাচা শ্বশুরের জানাজায় যাচ্ছিলেন।

লাকসাম হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আহমেদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় ঢাকাগামী একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৮৪) এর সাথে ফেনিগামী সিএনজিচালিত অটোরিকশার (কুমিল্লা থ ১১-৫৬৯৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাহার মিয়া ও তার শাশুড়ি গোলাপ নাহারের মৃত্যু হয়। পরে ‍পারুল বেগম ও তার মেয়ে জান্নাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

এই ঘটনায় আহত সিএনজি চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।