চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনের ধাক্কায় নাজির হোসেন (১৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১২ টার দিকে জীবননগর উপজেলার বাজদিয়া গ্রামের কুবরেগাড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নাজির হোসেন বাজদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে পেশায় একজন কৃষক ছিলেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নাজির কৃষি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কুবরেগাড়ী নামকস্থানে রেললাইন পার হবার সময় খুলনা হতে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।