প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর খাট্টাসপাড়া এলাকার মৃত. আবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৪০) ও নাচোল উপজেলার নেজামপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে আনোয়ার জাহিদ (২৪)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সানারিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত তারা মাদকের ব্যবসার সাথে জড়িত এবং অভিনব কায়দায় জব্দকৃত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করে।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়।