চট্টগ্রামের ওঁমকার হত্যা মামলায় দুই সহোদর গ্রেপ্তার

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় নিহত ওঁমকার দত্ত (৩৮) হত্যা মামলার অন্যতম দুই আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, রন্জিত সরকার ওরফে মনা (৪৫) ও তার ছোটভাই লিটন সরকার (৪০)। তারা চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের গৌরাঙ্গ সরকারের পুত্র।

বুধবার (১২ জানুয়ারি ) ভোর রাতে আনোয়ারা থানা পুলিশ এর একটি আভিযানিক দল খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা মানিকছড়ি উপজেলার গহীন জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদাররুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃতরা হত্যাকান্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা মামলার এজাহারভুক্ত ২ ও ৩ নং আসামী।

প্রসঙ্গত, চলতি মাসের ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে ৮নং চাতরী ইউনিয়নের সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে ওঁমকার দত্ত মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে। চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ওঁমকারের পিতা নেপাল দত্ত বাদী হয়ে চারজনকে এজহারভুক্ত করে অজ্ঞাতনামা আরও ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।