নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার সুইডেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ৩৫ সদস্যের এ ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সুইডেনের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠেয় ‘বিজনেস ডায়ালগে’ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন অনুষ্ঠানে ‘ট্রান্সফরমিং অপরচুনিটিজ অ্যান্ড পার্টনারশিপ: বাংলাদেশ অ্যান্ড সুইডেন’ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবেন। এ সময় সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (স্টকহোম) এবং নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ঢাকা) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।
এফবিসিসিআই প্রতিনিধিদল স্টকহোমে অনুষ্ঠিত ‘পানি শোধনাগার’ শীর্ষক সেমিনারে অংশ নেবেন। সেমিনারে এফবিসিসিআই সভাপতি বাংলাদেশের বিভিন্ন বিভাগে নদীর পানি শোধন ও তা সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।
এ ছাড়া এফবিসিসিআই প্রতিনিধিদল সুইডেনের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে আলোচনার জন্য বৈঠকে মিলিত হবেন।
এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন- এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান এবং এফবিসিসিআই পরিচালক খন্দকার রহুল আমিন, শমী কায়সার, রাশিদুল হোসেন চৌধুরী (রনি), মো. আনোয়ার সাদাত সরকার, ড. কাজী ইরতেজা হাসান, মো. রেজাউল করিম রেজনু, হেলেনা জাহাঙ্গীর, মো. আবু নাসের, মোহাম্মদ রিয়াদ আলী, খন্দকার মইনুর রহমান (জুয়েল), প্রীতি চক্রবর্তী, শামীম আহসান ও নাজ ফারহানা আহমেদ।
এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলে আরও রয়েছেন সংগঠনের সাবেক পরিচালক মো. আমিন হেলালী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালিদ হায়দার খান কাজল, বিকেএমইএর প্রথম সহসভাপতি আহাদুল হক আসলাম সানি এবং মো. আলী হোসেন, মো. শহিদুল হক মুকুল, দেলোয়ার হোসেন রাজা, মিরান আলী, মিজানুর রহমান, সৈয়দ সাদেক আহমেদ, অমল কান্তি দাস, এএনএম সাইফুদ্দিন, তারেক রহমান, এমএ কাদের, মোহাম্মদ আরিফ উদ্দিন,মোহাম্মদ মাসুদ করিম, ফয়েজ সালেহীন, সালমান ফারসি সানি এবং মোহাম্মদ জুবায়দুল হক সবুজ।
সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ১৮ ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে।