‘বি’ ক্যাটাগরিতে এফএএস ফাইন্যান্স

 

নিজস্ব প্রতিবেদক: ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

সূত্রমতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বও, ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরে পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে কোম্পানিটি। ‘বি’ ক্যাটাগরির অধীনে আগামী রোববার থেকে শুরু হবে কোম্পানিটির শেয়ার লেনদেন।

ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এই ঋণ দেওয়া যাবে না। অর্থাৎ রোববার থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ১২ পয়সা।

‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৫ সালের সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে, যা আগের বছর ছিল ১০ শতাংশ নগদ। এ সময় ইপিএস ছিল এক টাকা ১৬ পয়সা এবং এনএভি ছিল ১৪ টাকা ৭০ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ২২ পয়সা ও ১৪ টাকা ৫৪ পয়সা। কর-পরবর্তী মুনাফা করেছিল ১২ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ১৩ কোটি ৬২ লাখ টাকা।

কোম্পানির ২১০ টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১২২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।