কভিডে আক্রান্ত রাসিক মেয়র খায়রুজ্জামান

প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন কভিডে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধামন্ত্রীর সঙ্গে গণভবনের দেখা করার জন্য রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শুক্রবার  নমুনা দিয়েছিলেন। গতকাল তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন এবং তার কভিড-সংক্রান্ত কোনো শারীরিক লক্ষণ নেই। তিনি ভালো আছেন।

সূত্র আরও জানায়, মেয়র লিটনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন। গত ৯ জানুয়ারি তিনি রাজশাহী থেকে ঢাকায় যান। আপাতত মেয়র লিটন ঢাকাতেই অবস্থান করবেন। সেখানে দ্বিতীয় দফায় কভিড-১৯ নমুনা পরীক্ষা করাবেন। এরপর রাজশাহীতে ফিরবেন বলে জানায় ওই সূত্র।

এদিকে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল মেয়রের অসুস্থতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটির মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের করোনা পজিটিভ হয়েছে, তার সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করছি।