নিজস্ব প্রতিবেদক:দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) কভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ১৭৬ জন এবং শনাক্ত ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ, মৃত্যুহার এক দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন, এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।
অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৫৭৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৮৩০টি। এখন পর্যন্ত এক কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ১০ জন পুরুষ, দুজন নারী। তাদের মধ্যে ৮১ থেকে ৯০ বছর বয়সী ২, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২ ও ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬ জন। ১২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮, চট্টগ্রামে ২, রাজশাহীতে ১ ও সিলেটে একজন মারা গেছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন আটজন। বেসরকারি হাসপাতালে তিনজন ও একজন বাসায় মারা গেছেন।