হাইড্রোজেন জ্বালানির উন্নয়নে কাজ করবে দুই দেশ

শেয়ার বিজ ডেস্ক: সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া নিজ নিজ দেশের হাইড্রোজেন জ্বালানির উন্নয়নে একসঙ্গে কাজ করার জন্য সম্মত হয়েছে। এজন্য দুই দেশের কর্তৃপক্ষ একটি বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনার পর  দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের কার্যালয় থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর: আরব নিউজ।

‘রিয়াদের আল-ইয়ামামাহ রাজপ্রাসাদে আলোচনার পর দুই জাতি সবুজ হাইড্রোজেন জ্বালানি উন্নয়নের প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছে। এ জ্বালানি উৎপন্ন হবে পুনর্ব্যবহারযোগ্য উৎস থেকে, বিশেষ করে সৌর ও বাতাস থেকে এবং একসঙ্গে আমরা হাইড্রোজেন ইকোসিস্টেম নির্মাণ করব,’ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে এ বিষয়টি উল্লেখ করা হয়।

চুক্তির আওতায় সৌদি আরব থেকে কার্বন নিঃসরণমুক্ত হাইড্রোজেন আমদানি করবে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে সৌদি আরবের হাইড্রোজেন জ্বালানিচালিত গাড়ি ও ফুয়েলিং স্টেশন পরিচালনায় সহায়তা করবে কোরিয়া।

গতকাল গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সেক্রেটারি জেনারেল নায়েফ বিন ফালাহ আল-হজরফ কোরিয়া ও জিসিসির মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জনস্বাস্থ্য, জ্বালানি ও অর্থনৈতিক কূটনীতি নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট মুন।

সৌদি যুবরাজের সঙ্গে আলোচনার পর কোরিয়ার প্রেসিডেন্ট রিয়াদের একটি ব্যবসায়িক সভায় মত বিনিময় করেন। তার বরাত দিয়ে দেশটির প্রধান গণমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, সৌদি আরবের সবুজ ও ব্ল– হাইড্রোজেন তৈরির সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে হাইড্রোজেন জ্বালানিনির্ভর গাড়ি ও প্রযুক্তি দক্ষিণ কোরিয়া ব্যবহার করতে পারবে। এর মধ্য দিয়ে আমরা বৈশ্বিক হাইড্রোজেন অর্থনীতিতে নেতৃত্ব দিতে পারব।

গতকাল সৌদি-কোরিয়া বিজনেস ফোরামে ১৩টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে ক্লিন এনার্জি ও উৎপাদন, স্মার্ট অবকাঠামো ও ডিজিটালাইজেশন, এসএমই, স্বাস্থ্যসেবা ও জীববিজ্ঞান। সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ও আরামকো কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। এর মধ্যে পসকোর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

‘সৌদি-কোরিয়া ভিশন ২০৩০’ কমিটি নিয়ে সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালেদ

আল-ফালিহ’র সঙ্গে দক্ষিণ কোরিয়ার ট্রেড, ইন্ডাস্ট্রি অ্যান্ড এনার্জিমন্ত্রী মুন সুংয়ুকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি। এ কমিটি গঠিত হয় ২০১৭ সালে। এ ভিশনের মূল লক্ষ্য নিজস্ব সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক ও ব্যবসায়িক সুযোগ-সুবিধা নেয়া।

কয়েকটি উল্লেখযোগ্য চুক্তির মধ্যে রয়েছেÑসৌদির রাস আল-খায়েরে বছরে ৮৩ হাজার টন লোহা উৎপাদনে সহায়তা করবে কোরিয়ার ডুসান হেভি ইন্ডাস্ট্রিজ। স্যামসাংয়ের সঙ্গে সৌদির বিনিয়োগ মন্ত্রণালয়ের প্রযুক্তিগত সহায়তা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ও কোরিয়ার পসকো এবং স্যামসাং গ্রিন হাইড্রোজেন উৎপন্ন করার জন্য এমওইউ চুক্তিতে স্বাক্ষর করেছে। সৌদির আরামকোর সঙ্গে কোরিয়ার ইলেকট্রিক পাওয়ার কোঅপারেশন কেপকোর সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। সৌদির আবাসন খাতের প্রতিষ্ঠান আরওএসএইচএন ও

স্যামসাং আবাসন খাতের উন্নয়নে সম্মত হয়েছে। দ্য কোরিয়ান ইনটেলেকচুয়াল প্রপার্টি অফিস ও দ্য সৌদি অথরিটি ফর দি ইনটেলেকচুয়াল প্রপার্টি (এসএআইপি) দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছে।

এদিকে দক্ষিণ কোরিয়া থেকে ৩০ হাজার কোটি টাকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সম্প্রতি দেশটি সফর করেন কোরিয়ার প্রেসিডেন্ট। এ সময় দেশটির কাছে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন তিনি।

দুবাইয়ে আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করেন মুন। ওই বৈঠক শেষে আমিরাতের কাছে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের (প্রায় তিন হাজার কোটি ডলার) বিনিময়ে দক্ষিণ কোরিয়ার মধ্যম পাল্লার একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।