চলমান ‘সিঙ্গার নিউ ইয়ার কার্নিভাল’ ক্যাম্পেইনের অধীনে পণ্য কেনার পর একটি এসএমএস পাঠিয়ে ক্রয়কৃত পণ্য শতভাগ ছাড়ে বিনা মূল্যে পেয়ে যাচ্ছেন সিঙ্গার ক্রেতারা। এই ক্যাম্পেইনের আওতায়, সিঙ্গার মেগা, সিঙ্গার প্লাস এবং সিঙ্গার প্রো আউটলেট থেকে রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, কম্পিউটার এবং মাইক্রোওয়েভ ওভেন কেনার পর ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠিয়ে এই অফার জিতে নিচ্ছেন ক্রেতারা।
চলতি মাসের ১ তারিখ শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম দুই সপ্তাহে এ পর্যন্ত মোট ৭৬ জন ক্রেতা বিনা মূল্যে পণ্য জিতেছেন। নিউ ইয়ার ক্যাম্পেইনের মাধ্যমে, গ্রাহকদের ব্যবহƒত পণ্য বদলে নতুন পণ্য ঘরে আনার সুযোগ দিচ্ছে সিঙ্গার। এক্সচেঞ্জ অফারে রেফ্রিজারেটরে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়, টিভিতে ছয় হাজার টাকা পর্যন্ত ছাড়, ওয়াশিং মেশিনে তিন হাজার টাকা পর্যন্ত ছাড়, সেলাই মেশিনে দেড় হাজার টাকা পর্যন্ত ছাড় এবং মাইক্রোওয়েভ ওভেনে দুই হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এছাড়া রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, সেলাই মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনলে ক্রেতারা একটি কিচেন অ্যাপ্লায়েন্স ডিসকাউন্ট কুপন পাবেন। এ ডিসকাউন্ট কুপন ব্যবহার করে কিচেন অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় পাবেন। এছাড়া নিউ ইয়ার ক্যাম্পেইনে আরও থাকছে বান্ডেল অফার, যার অধীনে ক্রেতারা একসঙ্গে কমপক্ষে তিনটি নির্বাচিত পণ্য কিনলে ফ্ল্যাটে পাঁচ শতাংশ ছাড় পাবেন। পণ্যগুলো হচ্ছেÑরেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, সেলাই মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন। বিজ্ঞপ্তি